আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মশা মারার ধুপের আগুন ছড়িয়ে পড়ে মাধবডিহিতে ভস্মিভূত হল গৃহস্থের গোটা বাড়ি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় 

বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মিভূত  হয়েগেল এক গৃহস্থের গোটা বাড়ি । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে  পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের উচালন গ্রামে । এই গ্রামের  রক্ষাকালিতলা পাড়া নিবাসী পাপিয়া  মোকামির বাড়িতে কোনভাবে আগুন লাগে  । মুহুর্তের  মধ্যে আগুন  ব্যাপক আকার নেয় । বরাতজোরে পরিবারের কেউ সেই সময়ে বাড়িতে  না কোন প্রাণহীনর ঘটনা ঘটেনি  । মেয়েকে প্রাইভেট টিউশান পড়িয়ে নিয়ে রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে বাড়িতে আগুন জ্বলতে দেখেন পাপিয়াদেবী ।

তিনি চিৎকার শুরু করলে গ্রামের  লোকজন  ঘরথেকে বেরিয়ে সেখানে ছুটে যান ।  খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশও ঘটনাস্থলে পৌছায় । গ্রামের শতাধিক  মানুষজন দুটি পুকুর থেকে  বালতি বালতি জল তুলে ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন । পরে আরামবাগ থেকে ঘটনা স্থলে পৌছায়  দমকলের একটি ইঞ্জিন । ততক্ষণে পাপিয়াদেবীর বাড়িতে থাকা সবকিছু আগুনে পুড়ে ভস্মিভূত হয়েযায় । ঘরে থাকা টাকা , গহনা সহ সবকিছু  আগুনের গ্রাসে চলে যাওয়ায়  এদিন কান্নায় ভেঙে পড়েন পাপিয়াদেবী ও তাঁর পরিজনরা । 

পাপিয়া মোকামি এদিন  জানান , পেশায় ট্রাক চালক তাঁর স্বামী অরুপ মোকামি রবিবার বাড়িতে ছিলেন না ।  শ্বশুর মশাই  সন্ধায়  বাড়ির বাইরে বেরিয়েছিলেন । পাপিয়াদেবী বলেন ,  সবঘরে তালাচাবি দিয়ে সন্ধ্যায় তিনি তাঁর  দুই নাবালিকা কন্যাকে প্রাইভেট টিউশান পড়াতে  নিয়ে গিয়েছিলেন ।  রাত আনুমানিক ৮ টা নাগাদ  বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের ভিতরে দাউদাউ   করে আগুন জ্বলছে ।  আগুনের তাপে ফেটে উড়েযাচ্ছে ঘরের অ্যাজবেসটার্স চালা ।  প্রতিবেশী মনোজ মোকামি বলেন , পাপিয়াদেবীর চিৎকার শুনে গ্রামের সবাই তাঁর বাড়িতে ছুটেযান । গ্রামের সবাইমিলে ঝাপিয়ে পড়ে বালতিতে করে পুকুর থেকে জল তুলে ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ।

বাড়িতে কেউ না থাকায় কারার প্রাণহানির ঘটনা ঘটেনি । ঘরে জ্বালান থাকা মশা মারার ধুপ থেকেই  কোন ভাবে আগুন ধরেছে বলে স্থানীয়রা প্রাথমিক ভাবে মনে করছেন  । পাপিপা মোকামি জানিয়েছেন ,ঘরে থাকা তাঁর ৭-৮ ভরি সোনার গহনা ,নগদ ৩০ হাজার টাকা, প্রয়োজনীয়  নথিপত্র সহ গৃহস্থালির সবকিছু  আগুনে পুড়ে ছাই হয়েগেছে । প্রকৃত কি কারণে আগুন লাগলো তা মাধবডিহি থানার পুলিশ খতিয়ে দেখছে । 

See also  দুই দাঁতাল হানা দেওয়ায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে শিকেয় উঠলো লকডাউন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি