বিজেপি ফোন ট্যাপিং করেনা । ফোন ট্যাপিং করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । এই সরকার শুধু বিজেপি নেতাদেরই ফোন ট্যাপিং করেনা , তৃণমূলের নেতাদেরও ফোন ট্যাপ করে । সোমবার বিকালে পূর্ব বর্ধমানের রায়নার সেহারাবাজার মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগদিয়ে এই অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন , মুকুল রায়ের ফোনও ট্যাপ করা হয়েছে । এইসব ফোন ট্যাপ করতেন পুলিশ কর্তা রাজীব কুমার । তানিয়ে মুকুল বাবু সুপ্রিম কোর্টে মামলাও করেছেন বলে রাজ্য বিজেপি সভাপতি মন্তব্য করেন ।
এদিন ভিড়ে ঠাসা জনসভা মঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন । তিনি বলেন ,তৃনমূল পরিচালিত পঞ্চায়েত , জেলাপরিষদ সবেতেই সরকারী প্রকল্পের টাকা লুঠ হচ্ছে । সেই টাকা দিদির ভাইদের পেটে যাচ্ছে । বাংলায় মহিলাদের সুরক্ষা নেই বলেও তিনি মন্তব্য করেন । দিলীপ এদিন বাবু দাবী করেন ২০২১ সালেই এই রাজ্যে বিজেপি সরকার গড়বে। ২০২১ সালে বিজেপির মুখ্যমন্ত্রীই বসবেন নবান্নে। দিলীপ ঘোষ হুশিয়ারী দিয়ে বলেন ,যেসব টিএমসি নেতারা গরিব মানুষের টাকা পয়সা ঝেড়ে খেয়েছে তাদের সবাইকে তখন আমরা খেতেও দেবনা ঘুমাতেও দেবনা । ওরা হয় জেলে থাকবে নয়তো বাড়ির বাইরে থাকবে ।সভামঞ্চ থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধেও তোপদাগেন রাজ্য বিজেপি সভাপতি । তিনি বলেন ,পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমানকে পুলিশ বারে বারে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করছে । আদালতের নির্দেশে ছাড়া পাবার পর আবার তাকে গ্রেফতার করা হচ্ছে । বাড়িতে থাকলেও গ্রেফতার করা হচ্ছে আনিসুরকে । শুনলাম রবিবার ফের পুলিশ আনিসুরকে গ্রেফতার করেছে ।
রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীদের পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করছে । এই কথা বলেই পুলিশ কে হুঁশিয়ারী দিয়ে দিলীপ ঘোষ বলেন ,বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো পুলিশ অফিসারদের নাম আমরা লিখে রাখছি । ওই পুলিশ অফিসাররা রিটায়ার হয়েগেলেও আমরা ছাড়বো না । এখন মামলার খরচ চালানোর জন্য যে টাকা খরচ হচ্ছে বিজেপি কর্মীদের সেই টাকা ওই পুলিশ অফিসারদের পেনশান থেকে কেটে নেওয়া হবে । একই সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি জানিয়েদেন ,পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে আমরা দেবনা । এই দেশে থাকা যারা পাকিস্তান পন্থী তাদের জন্য আমরা এনআরসি করবো ।