Krishak Setu Desk: চোট থাকা সত্ত্বেও আবার ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ। দৃষ্টান্ত স্থাপন করলেন লড়াকু মনোবলের। ম্যাঞ্চেস্টার টেস্টে পা ভাঙার মতো চোট পেয়েও ব্যাট ধরতে হয় তাঁকে। কষ্টের ছাপ স্পষ্ট থাকলেও নিয়মের বাধ্যবাধকতায় সেই যন্ত্রণার মধ্যেই ব্যাট করতে বাধ্য হন তিনি। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে ‘জয় শাহের আইসিসি’।
বর্তমান আইসিসি নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার যদি চোট পেয়ে খেলা চালিয়ে যেতে না পারেন, তবে তাঁকে কনকাশন সাব ছাড়া অন্য কোনওভাবে বদলি করা সম্ভব নয়। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের একটি বল রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান পন্থ। দ্বিতীয় দিন শুরু হওয়ার আগে জানা যায়, পুরো ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তবুও পরে দলের প্রয়োজনেই ব্যাটিং করতে নামেন এবং খেলেন ৫৪ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস।

‘একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে’ প্রকাশিত রিপোর্টে দাবি, এই ঘটনার পরই ‘আইসিসি’ ভাবছে বর্তমান বদলি প্লেয়ারের নিয়ম পরিবর্তনের বিষয়ে। ক্রিকেট নিয়ামক সংস্থার একটি সূত্রের কথায়, “একটা সম্ভাবনা আছে যে, দলগুলো এবার শরীরের বাইরের অংশেও গুরুতর চোটের ক্ষেত্রে বদলি খেলাতে পারবে। বিষয়টা এখনও আলোচনার স্তরে আছে। পরের আইসিসির ক্রিকেট কমিটির মিটিংয়ে আশা করা হচ্ছে এই নিয়ে কথা হবে।”
জানা গেছে, প্রথম শ্রেণির ক্রিকেটে এই সংক্রান্ত নিয়মে দ্রুত পরিবর্তন আসছে। চলতি বছরের অক্টোবর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। সেখানে বলা হয়েছে, ম্যাচ চলাকালীন বা প্রস্তুতি পর্বে যদি কোনও খেলোয়াড় গুরুতর আহত হন, তাহলে তাঁর ভূমিকার সমতুল্য বদলি নামাতে পারবে দল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিয়ম বাস্তবায়ন হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়।