আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলার গর্ব মমতা – কর্মসূচীর–খন্ডঘোষ বিধানসভার -স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হল-খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 
খণ্ডঘোষ ( কৃষ্ণ সাহা ):- বিভিন্ন বুথ স্তরে যে সমস্ত কর্মীরা বিভিন্ন কারণে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন- দলের নির্দেশে – সেই সমস্ত কর্মী সহ নেতৃত্বকে মূল স্রোতে ফেরাতে ও দলের কাজে যুক্ত হ‌ওয়ার আহ্বান জানান বিধায়ক সহ নেতৃত্ববৃন্দ।আজকে ৮৯ জন সম্মানীয় নেতৃত্ব সহ কর্মীকে সম্বর্ধনা জ্ঞাপণ করা হয়- উত্তরীয়,ফুল ও জলযোগের প‍্যাকেট সহ।

দলের এই রূপ উদ‍্যোগে সম্মর্ধনা প্রাপ্ত সকলেই খুশী।তারা দলকে আগামী দিনে আরো সমৃদ্ধ ও মজবুত করার জন‍্য অঙ্গীকার করেন বর্তমান নেতৃত্বের সাথে থেকে।উপস্থিত ছিলেন-বিধায়ক নবীন চন্দ্র বাগ,খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি- অপার্থিব ইসলাম,দুই কার্যকরী সভাপতি- শ‍্যামল দত্ত,প্রণব তা, পঞ্চায়েত সমিতীর সভাপতি- অসিত বাগদী,জেলা পরিষদ সদস‍্য – বিশ্বনাথ রায় সহ অন‍্যান‍্য ব্লক নেতৃত্ববৃন্দ।

See also  পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্ট রায় ঘোষণার দিনেই সিপিএম নেতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বর্ধমানের তৃণমূল বিধায়ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি