আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানে দুর্ঘটনায় চার পুলিশ কর্মীর মৃত্যু

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২৮ অক্টোবর

কালি পুজোর দিন রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার পুলিশ কর্মীর ।  দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর   জাতীয় সড়কে  পূর্ব বর্ধমানের  মেমারি থানার পালশিট ওভার ব্রিজের কাজে ।  মৃতরা হলেন প্রবীর হাটি , বিশ্বজিৎ সামুই , বাদল সরকার এবং অনুপ বালা । ড্রাইভার পদে থাকা  এই চার পুলিশ কর্মী বর্ধমান পুলিশ লাইনে কর্তব্যরত ছিলেন । সোমবার  চার পুলিশ কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের  জন্য পাঠান হয় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে ।

পুলিশ সূত্রে জানাগেছে ,  মেমারি থানার গ্রামরক্ষী বাহিনীর পুজোয় আমন্ত্রিত ছিলেন এই চার পুলিশ কর্মী । একটি চারচাকা গাড়িতে চড়ে রবিবার রাতে তারা মেমারি থানার পুজো দেখতে যান ।  খাওয়াদওয়া সেরে  গভীর রাতে তারা  একই গাড়িতে চড়ে জাতীয় সড়ক ধরে  বর্ধমান ফিরছিলেন ।  পথে  পালসিট ওভার ব্রিজের কাছে  পুলিশ কর্মীদের গাড়ির সঙ্গে বালি বোঝাই একটি লরির সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই তিন  পুলিশ কর্মীর মৃত্যু হয় । আশঙ্কাজনক অবস্থায় অনুপ বালাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া  হয় ।  সেখানে অনুপ বালারও মৃত্যু হয় ।দুর্ঘটনাগ্রস্থ   দুটি গাড়ি  আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।

See also  পূর্ব বর্ধমানের বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক: কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন মন্ত্রীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি