নয়াদিল্লি থেকে ছেড়ে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে মিলল পোকা। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। যাত্রীদের একাংশ এই ঘটনার তীব্র নিন্দা করে রেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রবল চাপে পড়ে ক্ষমা চাইল রেল কর্তৃপক্ষ।
এই ঘটনা ঘটেছে ২২ জুলাই। ‘হার্দিক পাঞ্চাল’ নামে এক যাত্রী ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘২২ জুলাই বন্দে ভারত এক্সপ্রেসে করে আমি দিল্লি থেকে যাত্রা শুরু করেছিলাম। কিছুক্ষণ পর আমাদের খাবার পরিবেশন করা হয়। আমাকে যে খাবারের বাক্স দেওয়া হয়েছিল, তা খুলতেই আমি খাবারের মধ্যে একাধিক পোকা ভাসতে দেখি।’ ওই পোস্টের সঙ্গে তিনি একাধিক ছবি শেয়ার করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেই ছবিগুলিতে খাবারের মধ্যে পোকা দেখা গিয়েছে বলে দাবি। এরপরই রেল দফতরের তরফে ‘রেলওয়ে সেবা’ নামে এক্স হ্যান্ডেল থেকে ক্ষমা চাওয়া হয়।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেসে খাবারে পোকা বা অস্বাস্থ্যকর উপাদান মেলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও গত বছর একাধিক অভিযোগ উঠে এসেছে। যেমন, মধ্যপ্রদেশগামী বন্দে ভারত ট্রেনের এক যাত্রী খাবারের ডালে আরশোলা দেখতে পেয়ে ছবিসহ অভিযোগ করেছিলেন এক্সে। ওই ঘটনার পরেও যাত্রীদের মধ্যে ট্রেনের খাবারের মান নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে।