প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৩১ অক্টৌবর
ভাইফোটার দিন বাবার বাড়ি যেতে চাওয়ায় বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতার নাম পূর্ণিমা দাস (২২)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে । ঘটনার পরে থেকেই গা ঢাকা দিয়েছে বধূর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন । বৃহস্পতিবার কাটোয়া মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে বধূর মৃতদেহের ময়নাতদন্ত হয় । কেতুগ্রাম থানার পুলিশ বধূ মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে , বধূর শ্বশুর বাড়ি কেতুগ্রামে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলুগ্রামে বধূর বাবার বাড়ি ।তিন বছর আগে কেতুগ্রামের যুবক বিশ্বনাথ দাসের সঙ্গে বিয়ে হয় পূর্ণিমার । মৃতার দাদা সুজন দাস জানিয়েছেন , বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাঁর বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো শুরু করে । বাবার বাড়ি থেকে ২ লক্ষ টাকা আনার জন্য তারা তাঁর বোন পূর্ণিমাকে চাপ সৃষ্টি করছিল । সুজন জানায় ভাইফোটা উপলক্ষে তাঁর বোন বাবার বাড়ি আসতে চাইলে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয়না । পূর্ণিমা প্রতিবাদ করলে জামাই অশান্তি করে । মৃতার বাবার বাড়ির সদস্যদের অভিযোগ ,বুধবার রাতে জামাই ও তার পরিবারের অন্যারা মিলে পূর্ণিমাকে ঘরে ঢুকিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে । অগ্নিদগ্ধ অবস্থায় প্রতিবেশীরা পূর্ণিমাকে
উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।