প্রতিনিধি – দীপ দাস
প্রবল বর্ষণেও শক্তি প্রদর্শন করল সিপিএম। একসময়ের লাল দুর্গ বর্তমানে সিপিআইএমের শক্তি ক্ষীণ। গত লোকসভা নির্বাচনে ৭ শতাংশে নেমেছে দল। কিন্তু মঙ্গলবার দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের জনসভায় আবার সমর্থকদের ঢল নামলো। এদিন রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা ও বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। একদিকে রেল ব্রিজ উদ্বোধন নিয়ে রেল বনাম রাজ্য সরকারের টান টান উত্তেজনা ; অন্যদিকে দুপুর থেকেই প্রবল বৃষ্টি। তার মধ্যেই কার্জন গেট চত্বর ভরে ফেলেন সিপিএমের সর্মথকরা। এদিনের-সমাবেশে সেলিম বলেন; চার বছর ধরে রেশন কার্ড নিয়ে টালবাহানা করছে রাজ্য সরকার। মানুষ চূড়ান্তভাবে হয়রান হচ্ছেন। অন্যদিকে এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যে মারা গেছেন ৯জন, মানুষ। যে মমতা রাজীব কুমার কে বাঁচাতে দিল্লি যেতে পারেন তিনি কী করছেন? অন্যদিকে সেলিম আরো বলেন; তৃণমূল নেতাদের সিজিআই কমপ্লেক্স ডাকছে। তারপর চা-সিঙ্গারা খাওয়াচ্ছে। এরপরই বিজেপিতে যোগ দেবার আমন্ত্রণ পেয়ে অনেকে যোগ দিচ্ছেন বিজেপিতে। মুকুল মুকুল রায় ভারতী ঘোষ নানা কান্ড অভিযুক্ত ছিলেন। এখন বিজেপিতে। বিজেপি তৃণমূলে আসলে একই মুদ্রার দুই পিঠ। মানুষ এদের খেলা ধরে ফেলেছেন। এদিনের সমাবেশে সেলিম ছাড়াও দলের রাজ্য ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।