উড়িষ্যায় নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে তাঁর বাবা মায়ের কাছে ফিরিয়েদিল পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ । শুক্রবার সকালে রায়না থানায় পৌছান নিখোঁজ যুবক দীপক ভুঁইয়ার বাবা রাজু ভুঁইয়া ও মা কমলা ভুঁইয়া । প্রায় পৌনে দুমাস নিখোঁজ থাকা সন্তান কে এদিন রায়না থানায় দেখতে পেয়ে চোখের জল আর ধরে রাখতে পারেননি কমলাদেবী ও রাজু ভুঁইয়া । সন্তানকে ফিরে পাবার জন্য তাঁরা রায়না থানার সকল পুলিশ আধিকারিকদের আন্তরিক কৃতজ্ঞতা জানান । নিয়ম কানুন মেনে দীপককে হস্তান্তর সংক্রান্ত নথিপত্র রায়না থানায় দাখিল করে তাঁর বাবা । এরপরেই মানসিক ভারসাম্যহীন যুবক দীপককে তাঁর বাবা মায়ের হাতে তুলেদেয় রায়না থানার পুলিশ । এদিনই সন্তানকে নিয়ে উড়িষ্যা রওনা দেন কমলাদেবী ও রাজু ভুঁইয়া।
পুলিশ সূত্রে জানাগেছে ,উড়িষ্যার সুন্দরগড় জেলার বীরমিত্রাপুর থানার বীরমিত্রাপুর গ্রামে বসবাস করেন ভুঁইয়া পরিবার । রাজু ভুঁইয়া ও কমলা ভুঁইয়ার বছর ২১ বছর বয়সী ছেলে দীপক ভুঁইয়া মানসিক ভারসাম্যহীন । গত ৯ আক্টোবর দীপক বাড়িথেকে বেরিয়ে পড়ে । তার পর থেকে সে নিখোঁজ হয়েযায় । রাজু ভুঁইয়া বলেন , ছেলেকে ফিরেপেতে তাঁরা পরিবারের সবাইমিলে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েছিলেন । কিন্তু কোথাও দীপককে খুঁজে নাপেয়ে বীরমিত্রাপুর থানায় নিখোঁজ ডাইরি করেন । রাজু বাবু জানান ,বৃহস্পতিবার বীরমিত্রাপুর থানা মাধ্যমে জানতে পারেন দীপক পূর্ব বর্ধমানের রায়না থানার হেপাজতে রয়েছে । এই খবর পাবার পর এদিন সকালে রায়না থানায় পৌছে নিখোঁজ ছেলেকে ফিরে পান । উড়িষ্যা থেকে দীপক কিভাবে পশ্চিমবঙ্গের রায়নায় চলে এল সেটা ভেবেই আশ্চর্য হয়েছেন ভুঁইয়া দম্পতি ।
রায়না থানার ওসি পুলক মণ্ডল বলেন , গত বুধবার সকালে উদ্দেশ্যহীন ভাবে রায়নার পলাশন বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এই যুবক । এলাকার সিভিক ভল্যান্টিয়ার তার সঙ্গে কথা বলে বুঝতে পারে সে মানসিক ভারসাম্যহীন । যুবককে উদ্ধার করে থানায় আনা হয় । নানা ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারা যায় যুবকের নাম দীপক। তাঁর বাড়ি উড়িষ্যার বীরমিত্রাপুর থানা এলাকায় । এরপর বীরমিত্রাপুর থানার সঙ্গে যোগাযোগ করে জানাযায় সেখানকার এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ রয়েছে । বীরমিত্রাপুর থানা মাধ্যমে খবরে পেয়ে এদিন দীপকের বাবা ও মা রায়না থানায় এসে নিজের ছেলেকে চিনতে পারেন । প্রশাসনিক নিয়মকানুন মেনে দীপককে তাঁর বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ।