আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশের জালে আবারো ধরা পরল 3জন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশের জালে আবারো ধরা পরল 3জন। ওভার লোডিং বালি বাহী লরির দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে।
পুলিশ সূত্রে খবর, পোলেমপুর থেকে শম্ভুপুরের দিকে যাওয়ার সময় ওভারলোডেড ছটি বালি বোঝাই লরিকে আটক করে পুলিশ।
ওভারলোডেড বালি বোঝাই করে নিয়ে যাওয়ার জন্যই পুলিশ আটক করে ছটি লরি কে। লরি গুলিকে আটক করে তিন জনকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া ওই তিনজনকে বর্ধমান আদালতে পাঠিয়েছে রায়না থানার পুলিশ।
See also  বিজেপি সতী নারীদের ঘর ভাঙে আর অসতীদের পুজো করে - সুজাতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি