পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির করল হাসপাতাল কতৃপক্ষ। রক্ত দিলেন হাসপাতালের বিএমএইচও, ডাক্তার, আশাকর্মী, পুলিশ, সিভিক ভলেন্টার থেকে সাধারণ মানুষ। ১৯৮২ সালের ১১ ই অক্টোবর অর্থাৎ আজকের দিনে ওই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছিল। এদিন জমিদাতাদের তিনটি পরিবারের হাতে একটি স্মারক তুলে দেন বিএমএইচও ফারুক হোসেন। এই হাসপাতালটি নির্মান করতে জাতীয় সড়ক লাগোয়া এককালীন আড়াই একর জমি দাম করেন পুরসার বাসিন্দা হাজী আব্দুল জব্বার মন্ডল। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ৩২ বছর পূর্বে। তার পর থেকে হাসপাতালের অনেক উন্নয়ন হয়েছে। তবে এখনও যে অনেক চাহিদা আছে এলাকার মানুষের তা জমিদাতাদের মুখে শোনা গেল। আজকে এই স্মারক সম্মান পেয়ে জমিদাতার পরিবারের সদস্য খুবই খুশি বলে জানা গেল।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি