আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পাড়ায় পাড়ায় পৌঁছবে ‘সমাধান’, মাঠে বিধায়ক-পঞ্চায়েত প্রধান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূল সরকারের পক্ষ থেকে প্রান্তিক স্তরে নাগরিকের সঙ্গে যোগাযোগ জোরদার করতে ও পরিষেবা পৌঁছে দিতে নতুন এক কর্মসূচি চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার "আমার পাড়া, আমার সমাধান" নামক এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি।

এই উদ্যোগে বুথভিত্তিক কাজ হবে। ২ আগস্ট থেকে রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে চালু হবে এই ক্যাম্প। সেখানে রাজ্য প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে আসা আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন। তবে শুধুমাত্র সরকারি কর্মীদেরই নয়, উপস্থিত থাকতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদেরও।

বুধবার এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সব জেলাশাসককে স্পষ্ট নির্দেশ দেন যে, "এই প্রকল্পে পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক— সকলকেই নিয়মিত অংশ নিতে হবে"

এই প্রকল্প কীভাবে পরিচালিত হবে, কীভাবে সমস্যার সমাধান হবে এবং কোথায় কোথায় অগ্রাধিকার দিতে হবে— এই বিষয়গুলিকে ঘিরেই ছিল বুধবারের আলোচনা। নবান্ন চায়, ছোট স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সমস্যার সমাধানে সক্রিয় থাকুন জনপ্রতিনিধিরা।

বৈঠকে জানানো হয়, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, বিডিও, পঞ্চায়েত দফতরের আধিকারিক এবং বিধায়কদের সক্রিয়ভাবে উপস্থিত থাকতে হবে প্রতিটি ক্যাম্পে। তাঁরা এলাকাবাসীর সঙ্গে কথা বলবেন, সমস্যার তালিকা তৈরি করবেন এবং সেগুলিকে গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নেবেন।

মুখ্যমন্ত্রী "মঙ্গলবার প্রকল্প ঘোষণার সময়" জানান যে, সমস্ত কাজ দেখভালের জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন মুখ্যসচিব। প্রতিটি জেলাতেও গঠিত হবে আলাদা টাস্ক ফোর্স।

রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা বলেন, "এতে করে জেলার প্রশাসনিক কাজকর্ম আরও গতি পাবে"। আসন্ন ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকার চায় না কোনও পরিষেবামূলক প্রকল্প অসমাপ্ত থেকে যাক। বারবার যে নাগরিক পরিষেবাকে ভিত্তি করে তারা ভোটে জিতেছে, সেই পথেই আরও একবার মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে শাসকদল। এই কর্মসূচিই হতে চলেছে তৃণমূল সরকারের চতুর্থবার ক্ষমতায় ফেরার অন্যতম প্রধান অস্ত্র।

See also  মৃত গৃহবধূর দেহ আনার পর উত্তেজনা ছড়ালো বর্ধমানের চাগ্রামে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি