আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পরিকাঠামোর জোয়ারে পাল তুললো তালিত গৌড়েস্বর হাইস্কুল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রতিনিয়ত রাজ্য জুড়ে শিক্ষা ব্যাবস্থার পরিকাঠামো কে সাজানো হচ্ছে । সেই পরিকাঠামোর জোয়ারে এবার পাল তুললো বর্ধমান 1 নম্বর ব্লকের বাঘার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তালিত গৌড়েস্বর হাইস্কুল।

স্কুল প্রাঙ্গনে উদ্বোধন হয় একগুচ্ছ প্রকল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, স্কুল পরিদর্শক আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ। উদ্বোধন হয় দ্বিতল ভবনের। ছাত্রীদের কথা মাথায় রেখে করা হয় বিজ্ঞানভিত্তিক সেনেটারি ভেন্ডিং মেশিন ও শৌচাগারের। বিনোদনের জন্য উদ্বোধন করা হয় ঝা চকচকে কমনরুমের।


See also  লকডাউনের জেরে আড়তে নেই সব্জির দাম ,বিপর্যয় নেমে এসেছে রাজ্যের শস্য গোলার কৃষিজীবি মহলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি