আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দূর্ণীতি নিয়ে নিজের দলের নেতা নেত্রীদের সামনেই তোপ দাগলেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- ভাষা শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্নীতি নিয়ে তোপ দাগলেন তৃণমূলের  জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার  বর্ধমান টাউনহলে অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাষা দিবসের অনুষ্ঠান । সেই অনুষ্ঠানে নিজের বক্তব্যে কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন ,“যখন শুনি বালি-পাথর গরু নিয়ে যাবার জন্য  কেউ টাকা তুলছে তখন খুব খারাপ লাগে। একই ভাবে খারাপ লাগে যখন শুনি কলকাতা থেকে এসে কেউ টাকা তুলে নিয়ে যাচ্ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের  ছবি রাখবো আর অন্যদিকে এইসব করবো তা হতে পারেনা । জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি আরও বলেন ,  তৃণমূলের জন্ম হয়েছে ত্যাগের মধ্য দিয়ে। গোটা দেশে  মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টান্ত রেখেছেন । তাই তাঁর অনুগামী হতে গেলে দলের সবাইকে  অনাড়ম্বর জীবন যাপন করতে হবে। ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে হবে। ”
পূর্ব বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে এদিন এক হাজার বোতাল রক্তদানের টার্গেট নেওয়া হয়। এছাড়াও মরণোত্তর দেহদান ও চক্ষুদান কর্মসূচি পালিত হয়। 
সংগঠনের জেলা সভাপতি রবীন নন্দী, সাংসদ সুনীল মন্ডল সহ দলের  বিধায়করা টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । 

তবে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দি । তিনি বলেন , গোটা  রাজ্যের মানুষ জানে বালি ,পাথর ও গরুর কারবারীদের কাছ থেকে করা তোলা তোলে । 
কাটমানি আর তোলা বাজি যে তৃণমূলের মূল ভীত্তি সেটা তৃণমূলের সবাই জানেন ।  কার্তিক বাবু যেসব কথা বলছেন সেই সব কথা ওনার দলের কেই যে মানেন না ও মানবেনও না তা তিনিও ভালোকরেই জানেই । 


See also  এইবার সুজাতাম লাইফ স্টাইলের টি ভি সি অ্যাডে পায়েল সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি