আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্ঘটনার কবলে রিপোর্টার সফিকুল ইসলাম দুলাল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অল্পের জন্য বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পূবের কলম পত্রিকার সাংবাদিক সফিকুল ইসলাম দুলাল । জানা গেছে, রবিবার সন্ধ্যা রাতে কোলকাতা থেকে পূবের কলম আয়োজিত নবী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

 

জাতীয় সড়কের পাশে আমড়া গামী লিংক রোডে চার চাকার এই গাড়ির ড্রাইভার রাস্তার খানাখন্দ ও কম আলোয় অসতর্ক বশত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। গাড়িটির গতি কম থাকায় এক পাক ঘুরে গিয়ে নয়ন জুলির পাশে দাঁড়িয়ে পড়ে। তবে, নয়ন জুলি তে পাল্টি খেলে আরও বড় বিপদ হতে পারত বলে জানান প্রত্যক্ষদর্শীরা ।

গাড়িটির সামনের ডান দিকের চাকা সহ সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চালক সহ সাথে থাকা দুই আরোহীর অল্প স্বল্প চোট লাগলেও আপাতত সুস্থ। দুলাল বাবু বলেন, আল্লাহ্ পাকের অশেষ করুণা ও মানুষের দোয়ায় প্রাণে বেঁচে গেছি।

See also  ফের সরকারি বাস দূরঘটনার কবলে বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি