পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের দুবরাজহাট বেরুগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রদর্শনী মেলা। এই মেলাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে স্টল বসাই এবং বিক্রিও করে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন রকম আসবাবপত্র কেনেন ,কথায় বলা যায় এদিন দুবরাজহাট বেরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল বিক্রেতা এবং শিক্ষক-শিক্ষিকারা ছিলেন ক্রেতা,
এছাড়াও বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া ও মেধা ছাত্র-ছাত্রী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ছাত্র-ছাত্রীদের আগামীদিনের ব্যবসা সম্পর্কে সচেতন ও কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে তারই একটা প্রস্তুতির অংশ হিসেবে এই প্রদর্শনী মেলা।
খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট