পূর্ব বর্ধমান:- দু’বছরের মধ্যেই খুনের মামলার নিষ্পত্তি হল বর্ধমানে। মঙ্গলবার ফার্সট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অর্জুন মুখার্জি রায় দিলেন। এই রায়ে আসামি প্রদীপ মণ্ডলকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি।
এই রায়ে সরকারি পক্ষের উকিল সন্তুষ্ট হলেও আসামিপক্ষ সন্তুষ্ট নয়। আসামীপক্ষের উকিল জানিয়েছেন ;এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। গত দু’বছর আগে২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ১৪তারিখে মেমারির গ্রামে খুন হন গদাই গিরি।তাকে টর্চ দিয়ে খুন করা হয়।
এই খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রদীপ মণ্ডল (৪৪) কে।অভিযোগ ওঠে ;অবৈধ সম্পর্ক জেনে ফেলার কারণেই এই খুন। স্ত্রী ও তিনটি বাচ্চা রয়েছে মৃতের।সেই দুই শিশুর জবানবন্দীর ভিত্তিতেই মামলা সাজানো হয়। ৩০২ ধারায় মামলা শুরু হলেও ৩০৪পার্ট ২ ধারায় সাজা ঘোষণা করেন। বিচারক বিচারে ১০ বছরের জেল এর সাজা ঘোষণা করেন।
দূর্গাপুজো মেগা সেল ফ্লিপকার্টের, থাকছে আকর্ষনীয় ছাড়
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ – 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ‘ কৃষকসেতু বাংলা ‘ আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email – [email protected]