আলু বোঝাই ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এই বালকের । বুধবার রাত ১০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জিটি রোডে বর্ধমানের কার্জনগেট সংলগ্ন এলাকায় । পুলিশ সূত্রে জানাগেছে , মৃত্যুর নাম রহিত সেখ (১৪)। তাঁর বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের সুভাষপল্লী মাঠপাড়ায়। বৃহস্পতিবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে মৃত বালকের দেহের ময়নাতদন্ত হয় । দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্র্যাক্টরটি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,কার্জনগেট সংলগ্ন এলাকায় থাকা একটি ফলের দোকানে কাজ করতো বালক রহিত সেখ । কাজ শেষ হবার পর বুধবার রাত ১০ টা নাগাদ সে সাইকেলে চেপে নিজের বাড়ি ফিরছিল । পথে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগলে সে পড়েযায় । অভিযোগ ওই সময়েই দ্রুতগতীতে চলা একটি ট্র্যাক্টার বালকে পিষে দেয় । তাঁকে উদ্ধার করে নিয়েযাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ।সেখানে কর্তব্যরত চিকিৎসক বালককে মৃত ঘোষনা করেন । বালকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।