আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জেলা সংশোধনাগারে সাংবাদিক সম্মেলন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট

পূর্ব বর্ধমান জেলা সংশোধনাগারে বৃহস্পতিবার এক সাংবাদিক সন্মেলন হয়।এই সন্মেলনে পূর্ব বর্ধমানের ডি আই জি কেন্দ্রীয় সংশোধনাগারের নবীন কুমার সাহা জানান এই প্রথম বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে আগামী ২৫ ও ২৬শে জানুয়ারি এই দু দিন ব‍্যাপি সংশোধনাগারে চলবে এক শীতকালীন মেলার আয়োজন।এই মেলা দুপুর ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত ।এই মেলায় প্রবেশ অবাধ ।বাইরের সাধারন মানুষজন এই মেলা দেখতে আসতে পারবেন ।

এই সংশোধনাগারে ১,০৫০জন কারা বন্দী আবাসিক  আছেন।এই মেলায় বিশিষ আকর্ষন বন্দী আবাসিকদের হাতে তৈরি শিল্পদ্রবের প্রদর্শনী।শুধুমাত্র বর্ধমান নয় কলকাতা ,মেদিনীপুর ,বহরমপুর ,সহ বিভিন্ন  দূরদূরান্ত জেলার বন্দী আবাসিকদের হাতে তৈরী মধুবনী শাড়ী,টেরিকোটার গয়না ফ‍্যাশান বেগ,বাটিক রাঁধুনি কূর্তি সহ পাটের রকমারি জিনিস হবে এই মেলায়।এছারাও থাকছে বন্দী আবাসিকদের হাতে তৈরি বিভিন্ন রকমারি খাবারের প্রদর্শনী


See also  পরিবার পরকীয়া মেনে না নেওয়ায় গলাকেটে আত্মহত্যার চেষ্টা দেওর ও বৌদির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি