আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চারচাকা গাড়ি উল্টে ভাতারে মৃত ১ জখম ১

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান

আচমকা সামনের  চাকা বাস্ট করায়  দুর্ঘটনার করলে পড়লো একটি চারচাকা গাড়ি । রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একটি   মোটরবাইকে ধাক্কা মেরে চারচাকা গাড়িটি  সম্পূর্ণ উল্টেযায় ।  সোমবার বিকালে পূর্ব বর্ধমানের ভাতারে   ঘটেযাওয়া এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে চারচাকা গাড়ির এক আরোহীর । মৃতর নাম মোল্লা গিয়াসউদ্দিন(৪৯)। জখম হয়েছেন গাড়ির চালক । পুলিশ ও স্থানীয় মানুষজন চারচাকা গাড়টির চালক  বাপন মোল্লা কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে  ভাতার হাসপাতালে  নিয়েযায় ।  শারীরিক অবস্থা সংকটজনক থাকায় তাঁকে ততক্ষণাত  রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরে পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত  চারচাকা  গাড়িটি উদ্ধার করে ।

পুলিশ ও সূত্রে জানা গেছে , বর্ধমানের দেওয়ানদিঘী থানার নবীনগর গ্রামে মোল্লা গিয়াসউদ্দিনের বাড়ি । চার চাকা গাড়িটির চালক   বাপন মোল্লার তাঁরই বন্ধু। গাড়ি সার্ভিসিং করানোর জন্য বন্ধু  গিয়াসউদ্দিনকে সঙ্গে নিয়ে এদিন ভাতারের সার্ভিসিং সেন্টারে এসেছিলেন বাপন । গাড়ি সার্ভিসিং করেনিয়ে  তাঁরা ফেরার পথে  গাড়ির সামনের বামদিকের চাকা আচমকা বিকট শব্দে বাস্ট করে ।  তখনই  চালক নিয়ন্ত্রন হারায় ।  তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেযায় । ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও একজন   জখন হয়েছে । রক্ষাপেয়ে গেছেন রাস্তার ধারে থাকা লোকজন । পুলিশ জানিয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

See also  পূর্ব বর্ধমান জেলা TMC সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সেলিম মোল্লা কে শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে দফায় দফায় মানুষ উপস্থিত হন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি