আচমকা সামনের চাকা বাস্ট করায় দুর্ঘটনার করলে পড়লো একটি চারচাকা গাড়ি । রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইকে ধাক্কা মেরে চারচাকা গাড়িটি সম্পূর্ণ উল্টেযায় । সোমবার বিকালে পূর্ব বর্ধমানের ভাতারে ঘটেযাওয়া এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে চারচাকা গাড়ির এক আরোহীর । মৃতর নাম মোল্লা গিয়াসউদ্দিন(৪৯)। জখম হয়েছেন গাড়ির চালক । পুলিশ ও স্থানীয় মানুষজন চারচাকা গাড়টির চালক বাপন মোল্লা কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়েযায় । শারীরিক অবস্থা সংকটজনক থাকায় তাঁকে ততক্ষণাত রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরে পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটি উদ্ধার করে ।
পুলিশ ও সূত্রে জানা গেছে , বর্ধমানের দেওয়ানদিঘী থানার নবীনগর গ্রামে মোল্লা গিয়াসউদ্দিনের বাড়ি । চার চাকা গাড়িটির চালক বাপন মোল্লার তাঁরই বন্ধু। গাড়ি সার্ভিসিং করানোর জন্য বন্ধু গিয়াসউদ্দিনকে সঙ্গে নিয়ে এদিন ভাতারের সার্ভিসিং সেন্টারে এসেছিলেন বাপন । গাড়ি সার্ভিসিং করেনিয়ে তাঁরা ফেরার পথে গাড়ির সামনের বামদিকের চাকা আচমকা বিকট শব্দে বাস্ট করে । তখনই চালক নিয়ন্ত্রন হারায় । তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেযায় । ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও একজন জখন হয়েছে । রক্ষাপেয়ে গেছেন রাস্তার ধারে থাকা লোকজন । পুলিশ জানিয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে ।