আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গ্রিনসিটির তালিকায় এবার পূজোয় দার্জিলিং

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গ্রিনসিটি রূপে তৈরি করা হবে দার্জিলিং-কে। সেখানকার পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষনীয়ভাবে গড়ে তোলা হবে সরকারের তরফে।

গ্রিনসিটি দার্জিলিং,উদ্যোগী রাজ্য সরকার ও জিটিএ

বিশেষ করে, মিরিক লেকের শোভা বৃদ্ধি করার জন্য যৌথভাবে কাজের উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ও জিটিএ। তার জন্য ডিপিআর তৈরি করা হবে জিটিআর তরফে।
এই প্রকল্পে লেকের ধারের জমা পলি সরানো, লজগুলির সংস্করণ ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন।
ইতিমধ্যেই লেকের পলি সরানোর বিষয়ে ডিপিআর তৈরি করছে জল সম্পদ উন্নয়ন দফতর।
পাশাপাশি নিকাশি ব্যবস্থার কাজ শুরু করবে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর।

গ্রিনসিটি দার্জিলিং,বিশেষ নজর নিকাশী ব্যবস্থায়

এর জন্য বড় ড্রেনের সঙ্গে যুক্ত করা হবে এলাকার বড় বাড়িগুলিকে।এছাড়া কঠিন বর্জ্য নির্গত করতে তৈরি করা হবে কম্প্যাক্টর স্টেশন।
যদিও বিশেষ করে বর্জ্যের পৃথকীকরণ করা হবে বাড়িতে। করা হবে লজগুলির সংস্কার।
ঢোকার মুখে গড়ে তোলা হবে মিরিক গেট। পরিষ্কার করা হবে সমস্ত এলাকাকে।     

বেশ কয়েক বছর ধরেই দার্জিলিঙের পর্যটন স্থানগুলিতে অপরিচ্ছন্নতার অভিযোগ উঠেছিল। এই পুজোর মরশুমে পর্যটক টানতে নতুনভাবে দার্জিলিংকে সাজাতে চাইছে সরকারের। 

See also  বাঁকুড়া কাদেরাবাদ দরগাহ হযরত শাহ সূফী আজমাতুল্লাহ এঁর ঊরস মোবারকে শান্তি ও সম্প্রীতির বার্তা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি