আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গন্তার বি এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহিলা ভলিবল প্রতিযোগিতা।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সেখ সামসুদ্দিন

 মেমারি ১ ব্লকের গন্তার বি এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের চতুর্থ দিনে আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ডাঃ বলরাম ঘোষের মূর্তি স্থাপন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে এই মূর্তি স্থাপনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, বিদ্যালয়ের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, বলরাম ঘোষ পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা, কর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীরা।

এদিন গন্তার ফুটবল মাঠে মহিলা ভলিবল প্রদর্শনী খেলায় অংশগ্রহণ করে গন্তার উচ্চ বিদ্যালয় ও বর্ধমান অরবিন্দ কোচিং সেন্টার। গন্তার বি এম স্কুল  ২৫-১৯ , ২৫-১৫ স্টেট সেটে বর্ধমান অরবিন্দ কোচিং সেন্টারকে পরাজিত করে। অপর দিকে স্বর্গীয় দেশবন্ধু চক্রবর্তী স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় গন্তার বি এম হাইস্কুল ও রাধাকান্তপুর হাইস্কুলের মধ্যে প্রতিযোগিতায় গন্তার বিএম হাইস্কুল ৩–১ গোলে রাধাকান্তপুর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিনের প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় জয়ন্ত সরেন।

এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভলিবলের জাতীয় কোচ ও কলকাতা পুলিশে কর্মরত কৌশিক সূর, বর্ধমান ভলিবল এবং বাস্কেট বল অ্যাসোশিয়েশনের সেক্রেটারী বন বিহারী যশ এবং বর্ধমান জেলার ভলিবল সেক্রেটারী সমরজিৎ মজুমদার।

See also  ২০২৫ এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত, ১৪ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি