প্রতিবছর যে ভাবে পূর্ব বর্ধমানের সেহারাবাজার এলাকায় দীপাবলিতে টুনী লাইট সহ বিভিন্ন ধরনের লাইট বিক্রি হয়। কিন্তু এবছর অন্য চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। নিম্নচাপের বৃষ্টিতে টানা তিন মানুষজন কার্যত গৃহবন্দী ছিলেন। বাজার ছিল সুনসান।ব্যবসায়ীরা মাছি তাড়াছিলেন।শনিবার দুর্যোগ কাটতেই বাজারে ভীড়।বিক্রি বাটা ভালোই হয়েছে। তবে ব্যবসায়ীদের কপালে ভাঁজ,কালীপুজোর যা টুনী লাইট তোলা হয়েছিল তা কাটবে না।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি