আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্ষতিপূরণের দাবিতে চাষী বিক্ষোভে খণ্ডঘোষে থমকে গেল তেলের পাইপ লাইন বসানোর কাজ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- ক্ষতিপূরণের দাবীতে চাষীদের বিক্ষোভের জেরে থমকে গেল জমিতে গ্যাসের পাইপ লাইন পোতার কাজ।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে।এবিষয়ে যদিও মুখ খুলতে চান নি  ইন্ডিয়াল ওয়েল কর্পোরেসনের কর্মীরা ও আধিকারিকরা । 
খণ্ডঘোষের কুকড়ো,আনগ্রাম,চিন্তামনিপুর,
ঝিঁয়ে,সরঙ্গা ও শাঁকারি প্রভৃতি গ্রামে চাষের  জমির মধ্যদিয়ে গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে ।এলাকার চাষী দেবাশীষ পাঁজা ,প্রদীপ ভুঁইঞা  প্রমুখরা  বলেন ,ইণ্ডিয়ান ওয়েল কর্পোরেশন  মাস দুই আগে গ্যাসের পাইপ লাইন বসানোর  কাজ  শুরু করে । চাষের  জমির মাটি খুড়ে  গভীর গর্ত করেগ্যাসের পাইপ পোতা হচ্ছে।পাইপ লাইন বসানোর জন্য একাধীক ভারী জেসিবি মেসিন জমিতে নামিয়ে গভীর ভাবে  জমির মাটি খুঁড়ে ফেলা হচ্ছে ।তার ফলে চাষজমি নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ভারী জেসিবি মেশিন চাষের জমির  উপর দিয়ে চলাচল করার কারণে  বড় বড় গর্ত তৈরি হয়ে যাচ্ছে জমিতে ।এমন পরিস্থিতি তৈরি হওয়ায়  সামনের খরিফ মরশুমে  জমিতে চাষ করা কঠিন হয়ে যাবে। চাষী দেবাশীষ পাঁজার অভিযোগ, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেসন নিজেদের কাজের সুবিধার জন্য যেখানে সেখানে মাটি খুঁড়ে ফেলে দিচ্ছে। তার ফলে জমির সীমানা অর্থাৎ আলও ভেঙে যাচ্ছে।এক ব্যক্তির  জমির সঙ্গে  পাশের অন্য ব্যক্তির জমি  মিশে যাচ্ছে। এসবের কারণে জমি মালিকদের  মধ্যে অশান্তি সৃষ্টির উপক্রম হয়েছে।এত কিছুর পরেও ইন্ডিয়ান ওয়েল কর্পোরেসন  কোন ক্ষতিপূরণ দিচ্ছে না।এলাকার অপর চাষীরা বলেন ,২০০১ সালে খণ্ডঘোষের অন্য অনেক  এলাকায় জমি খুঁড়ে  তেল লাইনের পাইপ বসানো হয়েছিল ।তখন তার জন্য  ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হয়েছিল চাষীদের । কিন্তু এখন  ইণ্ডিয়ান ওয়েল কর্পোরেশন কোন ক্ষতিপূর্ণ  দিতে চাইছে  না। সেকারণে ইন্ডিয়ান ওয়েলের লোকজন তাদের কাজের জন্য রবিবার চাষীদের কাছেগিয়ে  সই করাতে গেলে  কেউ সই করেন নি।চাষীরা  সোমবার পরিস্কার জানিয়েদেন জমির ক্ষতিপূরণ না দিলে তারা কেউ জমিতে গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ আর করতে দেবেন না। খণ্ডঘোষে থাকা ইণ্ডিয়ান ওয়েল কর্পোরেশনের কর্মী ও আধিকারিকরা এবিষয়ে সংবাদ মাধ্যমের কাছে  কিছু বলতে অস্বীকার করেন।
খণ্ডঘোষ ব্লকের বিডিও কমলকান্তি তলিপাত্র বলেন , ‘তেলের পাইপ লাইন বসানের কাজ শুরু হয়েছে বলে জানি ।কিন্তু ক্ষতিপূরণের দাবীতে চাষীদের বিক্ষোভে কাজ থমকে গেছে বলে আমার জানা নেই।এবিষয়ে ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ কিংবা চাষীরা কিছুই জানায়নি ।কোন তরফে অভিযোগ পেলে তাার  সুষ্ঠ সমাধানের ব্যবস্থা অবশ্যই করা হবে । ’
খণ্ডঘোষের  জেলাপরিষদ সদস্য অপার্থিব ইসলাম যদিও জানিয়েছেন , চাষীদের দাবি অমূলক নয় । ২০০১ সালে পাইপ লাইন বসানোর সময়ে খণ্ডঘোষের চাষীরা ক্ষতিপূরণ পেয়েছিল ।সেই পথে হেঁটে এবারও ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ সমস্যা মিটিয়ে নেবেন বলে তিনি প্রত্যাশা করছেন । 

See also  দুর্গাপূজার জন্য ঐতিহ্যবাহী নিখুঁত প্রস্তুতির আঙ্গিক নিয়েছে বেঁন্দুয়া গ্রামে ঢাকির মহড়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি