আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কেবলমাত্র ধর্ম ধর্ম করলে পেট ভরবে না বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বর্ধমানে এসে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রতিনিধি বলরাম সাহা

পূর্ব বর্ধমান :-দেশের উন্নতিই বড় কথা। সবাইকেই এই উন্নতির জন্য এগিয়ে আসতে হবে। কেবলমাত্র ধর্ম ধর্ম করলে পেট ভরবে না। ধর্ম মন ভরায় কিন্তু পেট ভরায় না। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে শারদীয়া, দীপাবলি, ঈদ এবং ছট পুজো উপলক্ষে প্রীতি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন পুর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তযাফেল মোহাম্মদ,কর্মচারী সমিতির সম্পাদক শ্যামা প্রসাদ মুখার্জি প্রমুখরা। শোভনদেব বাবু এদিন বলেন, গত ৭ বছরে গোটা বাংলায় পরিকল্পনা খাতে ব্যয় বেড়েছে ৫ গুণ।  বাম আমলে বিরাট দেনা মাথায় নিয়েই মমতা বন্দোপাধ্যায় গোটা রাজ্যের উন্নতি ঘটাচ্ছেন। সম্পদ সৃষ্টি ছাড়া কোনো রাজ্যের উন্নতি হতে পারেনা। কিন্তু দেশ এখন বড় বিপদের মুখে। কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির জন্য বাড়ছে বেকারী, চাষী আত্মহত্যা করছে, বন্ধ হচ্ছে কলকারখানা। সব থেকে বড় বিপদ নেমে এসেছে নোট বাতিলের ফলে।
অন্যদিকে প্রীতি সম্মেলন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস ও জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, তাদের বক্তব্যে নানান কথা তুলে ধরেন।

                       অল্প টাকায় বিজ্ঞাপন দেবার জন্য এখানে ক্লিক করুন 

 

 

 

See also  কাজের দাবিতে ডিভিসি সাব স্টেশন গেটের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি