কৃষ্ণ সাহা ( রায়না ):- পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের বুজরুকদিঘি গ্রামে রক্ষা কালীপুজোর প্রস্তুতি চলছে।তবে এইবছর কিছুটা ভিন্ন।জনসমাগম হতে পারে এমন কোনো কিছুর আয়োজন করছেন না,সেহারা পঞ্চায়েতের বুজরুকদীঘির গ্রামবাসীরা।নেপথ্যে সেই একই কারণ ,করোনা ভাইরাস।বাজি পোড়ানো,গান বাজনা,মেলার উদ্দোগ বন্ধ একেবারেই,বন্ধ হল যাত্রাপালার আসরও। নিয়ম মাফিক মায়ের পুজো টুকুই করা হবে বলে জানিয়েছেন মদন তা নামে ওই গ্রামেরই এক ব্যক্তি
প্রায় তিনশত বছরের পুরনো রক্ষকালি পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। করোনার তীব্রতার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই বাতিল করতে হলো সমস্ত আয়োজন। ঝুঁকি নিতে চাননি তারা ।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি