এবার বিদেশি বিনিয়োগ সংক্রান্ত আইন ভাঙার অভিযোগে কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে এসেছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ‘মিন্ত্রা’। ইতিমধ্যেই সংস্থাটির বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় ১৫৬৪ কোটি টাকার মামলা। মামলার আওতায় এসেছে ‘Myntra Designs Private Limited’-সহ একাধিক সংশ্লিষ্ট সংস্থা।
ইডির বেঙ্গালুরু জোনাল দফতরের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, মিন্ত্রা ‘মাল্টি-ব্র্যান্ড রিটেল ট্রেড’ (MBRT) সংক্রান্ত নিয়ম ভেঙে ‘হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি’ মডেলে ব্যবসা চালিয়ে এসেছে, যা বিদেশি বিনিয়োগ আইনে অনুমোদিত নয়। মামলার তালিকায় সংস্থাটির একাধিক ডিরেক্টরের নাম রয়েছে বলে খবর।

উল্লেখ্য, যেসব ই-কমার্স সংস্থায় বিদেশি লগ্নি রয়েছে, তাদের উপর নজরদারি আরও কড়া করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।
জানা যায়, কর্নাটকের বেঙ্গালুরুতে অবস্থিত সংস্থাটির মূল দফতর। ২০০৭-০৮ সালে আশুতোষ লওয়ানিয়া, বিনীত সাক্সেনা এবং মুকেশ বনসল মিলে এই সংস্থার গোড়াপত্তন করেন। সময়ের সঙ্গে সঙ্গে মিন্ত্রা দেশের অন্যতম ফ্যাশন ই-কমার্স ব্র্যান্ডে পরিণত হয়েছে। এখন শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও তাদের ব্যবসার সম্প্রসারণ ঘটেছে। সংস্থাটি ইতিমধ্যেই সিঙ্গাপুরে ব্যবসা শুরু করেছে বলেও জানা গিয়েছে। আগামী দিনে নিজেদের আরও বৃহৎ ব্র্যান্ড হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে এগোচ্ছিল সংস্থাটি। তবে তার মাঝেই বিতর্কে নাম জড়ানোয় প্রশ্ন উঠেছে সংস্থার আইনগত অবস্থান নিয়ে।