বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আসানসোল শিল্পাঞ্চলে দুইদিন চলছে বৃষ্টি!! এই বৃষ্টির কারণে আসানসোল মহিশীলা কুমারটুলির মৃৎশিল্পীদের মা কালী প্রতিমা বানাতে হচ্ছে ভোগান্তি!! আর হাতে গোনা মাত্র দুদিন তারপরে মা কালীর পুজো কিন্তু পালের ঘরে এখনও রয়ে গেছে কাঁচা প্রতিমা গুলো! কিভাবে ডেলিভারি করবে চিন্তায় পড়েছে মৃৎশিল্পীরা!
এই মহিশীলা কুমারটুলিতে সব ঘর মিলিয়ে ছোট ও বড় 1000 কালি বানানো হয়! প্লাস্টিক ও ব্যানার বেঁধে মা কালী প্রতিমা গুলো রাখা হয়েছে!! মাঠির কাজ চলছে তারপর হবে রংয়ের কাজ কিন্তু বৃষ্টির জন্য শুকাচ্ছে না প্রতিমাগুলো! মৃৎশিল্পী রঞ্জিত পাল জানান গ্যাস মেশিন দিয়ে শুকাতে হবে!! মাটির প্রতিমা গুলো প্লাস্টার প্যারিস দিয়ে ফাটা জাগা গুলোতে লাগিয়ে কাজ সম্পূর্ণ করতে হবে!! যেভাবে হোক কাজ সম্পূর্ণ করে প্যান্ডেলে প্যান্ডেল প্রতিমা গুলোকে পাঠাতে হবে!! দিনরাত এক করে ও করে ফেলতে হবে প্রতিমা গড়ার কাজ!
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি