পূর্ব বর্ধমান জেলা ভাতার ব্লকের বামুনারা গ্রাম পঞ্চায়েতের17 নম্বর সংসদের রতনপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য প্রবোধ কুমার রায়ের স্বরণসভা অনুষ্ঠিত হচ্ছে। গত ইংরেজি 13/ 9/ 2019 এ তিনি একটি দুর্ঘটনাজনিত কারণে মারা যান। তার এই অকাল মৃত্যুতে সবাই শোকাহত।
পঞ্চায়েত সদস্যের পাশাপাশি তিনি ছিলেন একজন ডক্টর, তাই এলাকার মানুষজন ডক্টর প্রবোধ কুমার কে হারিয়ে মর্মাহত।আজ রতনপুর গ্রামের মানুষজন ছাড়াও বামুনারা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসেছে এই স্মরণ সভায় ।এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী ছাড়াও সকল ধর্মের, সকল বর্ণের মানুষ এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন শেষ সম্মান জানাতে।
স্মরণ সভায় উপস্থিত আছেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডি,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়, ভাতার ব্লক ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মনোয়ার ইসলাম ও বাসুদেব যস।এই স্বরণসভা অনুষ্ঠিত হয় বামুনারা অঞ্চলের রতনপুর গ্রামে।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ – 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ‘ কৃষকসেতু বাংলা ‘ আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email – [email protected]