‘অপারেশন সিঁদুর’ ও ভারত-পাক সংঘর্ষবিরতির ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে এবার ফের মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে সুর মেলালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা স্পষ্টভাবে বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন ট্রাম্পই। গোটা বিশ্ব সেটা জানে।” তাঁর দাবি, ট্রাম্পের বক্তব্য সত্য বলেই ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না।’
সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দ্রুত আলোচনার দাবি তুলছে বিরোধী দলগুলি। সরকার পক্ষ জানিয়ে দিয়েছে, আগামী সপ্তাহে দুই কক্ষ মিলিয়ে ২৫ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে বিভিন্ন আলোচনার জন্য। তবে বিরোধীদের দাবি, ‘অপারেশন সিঁদুর’ ও ভারত-পাক সংঘর্ষবিরতি ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিজে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হবে। সেই দাবি নিয়ে বিরোধী পক্ষ ইতিমধ্যেই চাপে রেখেছে সরকারকে। রাহুল গান্ধীর বক্তব্য, প্রধানমন্ত্রী এই বিষয়ে সংসদে কিছু বলতে চাইছেন না, কারণ ট্রাম্পের মন্তব্যই আসল সত্য তুলে ধরছে।

বুধবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “একদিকে সরকার বলছে অপারেশন সিঁদুর চলছে। অন্যদিকে বলছে আমরা জিতে গিয়েছি। আবার ডোনাল্ড ট্রাম্প ২৫ বার বলেছেন, তিনি অপারেশন সিঁদুর থামিয়ে দিয়েছেন। ডাল মে কুছ না কুছ কালা হ্যায়।” তাঁর আরও সংযোজন, “প্রধানমন্ত্রী এ নিয়ে একটা বিবৃতি দিতে পারছেন না। দেবেনই বা কী করে? কীই বা বলবেন? মেনে নেবেন যে ট্রাম্পই যুদ্ধবিরতি করেছেন? সেটা তো বলতে পারবেন না।” রাহুলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, কারণ সংঘাতের সময় কোনও দেশ ভারতের পাশে দাঁড়ায়নি।
প্রসঙ্গত, ৬ মে রাতে পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালু করে। পাকিস্তান পালটা প্রতিক্রিয়া জানালে দু’দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপর মাত্র চারদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সংঘর্ষবিরতির ঘোষণা করেন। ট্রাম্প দাবি করেন, বাণিজ্যিক চাপ সৃষ্টি করে তিনি দুই দেশকে আলোচনায় রাজি করান। যদিও ভারত সরকার সেই দাবি নস্যাৎ করে জানায়, যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তান থেকেই এসেছে। দিল্লির দাবি, আমেরিকার সঙ্গে আলোচনা হলেও সংঘর্ষবিরতি একটি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত ছিল। তবে ট্রাম্প তাঁর দাবিতে অনড় থাকেন। এখন সেই বক্তব্যেই সায় দিলেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী।