আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দূই মহিলার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২৮ সেপ্টেম্বর

অগ্নিদগ্ধ হবার পৃথক ঘটনায় মৃত্যু হল দুই মহিলার । মৃতরা হলেন  সুশিলা  ধর (৫৭) ও মকরুবা বিবি (২৮)।  পূর্ব বর্ধমানের  কেতুগ্রামের কাঁদরা গ্রামে বাড়ি সুশিলারদেবীর  ।  অপর মৃত  মকরুবার  বিবির বাড়ি বীরভূমের লোকপুর  গ্রামে ।  শনিবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে দুই মহিলার মৃতদেহের  ময়নাতদন্ত   হয় । অস্বাভাবিক  মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার  তদন্ত শুরু করেছে  ।

পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার  সন্ধ্যায়   বাড়ির ঠাকুর ঘরে বসে পুজো করছিলেন সুশীলাদেবী । সেই সময়ে  কোনভাবে  তার শাড়ির অাঁচল  প্রদীপের আগুনে উপর পড়েগেলে  মহিলা অগ্নিদগ্ধ হন । তাকে প্রথমে বোলপুরের শিয়ান  হাসপাতালে নিয়েযায় পরিবার সদস্যরা ।  শারীরিক অবস্থার অবনতি  হওয়ায়  সুশিলাদেবীকে গভীর রাতে স্থানান্তর করা হয়  বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ।  শনিবার বেলায় সেখানেই তিনি মারাযান । অন্যাদিকে শুক্রবার দুপুরে  বাড়িতে গ্যাসের উনানে রান্না করার সময়ে অগ্নিদগ্ধ হন মকরুবা বিবি । পরিবার সদস্যরা তাকে উদ্ধার করে  শিয়ান হাসপাতালে নিয়েযান  । শারীরিক অবস্থা সংকটজনক থাকায়  সেখান থেকে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয় । ওইদিন সন্ধ্যায় সেখানেই মকরুবা বিবির মৃত্যু হয় ।

আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ – 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ‘ কৃষকসেতু বাংলা ‘ আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email – [email protected]


See also  ছয় পায়ের বাছুর নাকি ভগবানের আশীর্বাদ পুষ্ট! ওই বাছুরটিকে দর্শন করার জন্য ভিড় উপচে পড়ছে গোপালকের বাড়িতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি